আসসালামু আলাইকুম,
আপনার কি এরকম কোন সফটওয়্যার বা অটোমেটিক রোবটিক বুট প্রয়োজন যার সাহায্যে আপনার প্রতিদিনের রুটিন ওয়ার্ক করিয়ে নিতে চান। যেমন আপনি আপনার ল্যাপটপ অন করে রাখলেন আর ঘুম থেকে উঠে দেখলেন আপনার ল্যাপটপ থেকে কয়েক লাখ ইমেল সেন্ড করা হয়েছে যার মাধ্যমে আপনার প্রডাক্ট বা সার্ভিসের প্রমোশনের কাজটি অটোম্যাটিক হয়ে যাচ্ছে।
অথবা আপনার পিসি বা ল্যাপটপ অটোম্যাটিক্যালী আপনার দেয়া নীসে বা টাইটেলগুলোর উপর চ্যাটজিটিপিতে সার্চ করছে আর টাইটেল , আরটিকোল পোস্ট, ইমেজ , কীওয়ার্ড ইত্যাদি অটোম্যাটিক সার্চ করে আপনার দেয়া ব্লগ লিস্টগুলোতে লগিন করছে আর পোস্ট করছে।
অর্থাৎ আপনার যেকোন রুটিন ওয়ার্ককে অটোম্যাটিক করতে চাইলে এরকম একটি বুট আপনার জন্য লাইফ চ্যাঞ্জিং এসেট হতে পারে। এরকম একটি বুট তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।
যেসকল কাজের জন্য রোবটিক বুট তৈরি করতে পারবেন–
১। অটো ক্লিক
২। ডাটা কালেক্ট
৩। ডাটা পাবলিশ
৪। সোশিয়াল পোস্ট
৫। ব্লগ পোস্ট
৬। ব্লগ কমেন্ট ইত্যাদি
ধন্যবাদ