আপনি কি ফেইসবুকে বুস্টিং শেয়ার করতে গিয়ে কিংবা আইটি সার্ভিস নিতে গিয়ে ঝামেলায় আছেন? অনলাইনে ডিল করতে গিয়ে সমস্যায় পড়ছেন? ঠিকমতো সার্ভিস পাচ্ছেন না?
ভিন্ন জনের সাথে অনলাইনে ডিল করতে গিয়ে প্রতারিত হয়েছেন? সিলেট – মৌলভীবাজার – কুলাউড়া এসব এলাকায় ফেইসবুক বুস্টিংসহ যেকোন আইটি সার্ভিস সরাসরি পেতে পারেন আমাদের মাধ্যমে।
ফেইসবুক বুস্টিং আমার অফিসে এসে লাইভ করে পেমেন্ট নিয়ে থাকি। কমপক্ষে ১০০ ডলারের বুস্টিং হতে হবে। প্রতি ডলারের খরচ দেয়া হয়েছে। তাছাড়া বুস্ট কাস্টমাইজেশন সার্ভিস যুক্ত হবে। প্রজেক্ট অনুযায়ী আলোচনা সাপেক্ষ্যে বুস্ট কাস্টমাইজেশন চার্য ধার্য করা হবে।
ফেইসবুকে বুস্টিং করার জন্য আমরা কেবল একটি পোস্টকে সিলেক্ট করেই বুস্ট করে দেই না। বরং আপনার জন্য তৈরি করি অডিয়েন্স টার্গেটেড কন্টেড, বুস্ট ডিজাইন, কীওয়ার্ড , অডিয়েন্স অ্যানালাইসিস ইত্যাদি কাজগুলো আমরা খুব দক্ষতার সাথে করে থাকি।
#ফেইসবুক_বুস্ট #মার্কেটিং #প্রমোশন #সেল_বৃদ্ধি #ল্যান্ডিং_পেজ #ওয়েবসাইট_ডিজাইন #ডেভেলাপমেন্ট #সার্চ_ইঞ্জিণ_অপটিমাইজেশন #ডিজিটাল_মার্কেটিং সহ যেকোন ধরনের আইটি সাপোর্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের রয়েছে দীর্ঘ ১৮ বছর এই সক্টরে কাজ করার অভিজ্ঞতা।
ছোট ছোট বাজেটে বুস্টিং করা যাবে?
ফেইসবুক তাদের মার্কেটিং স্ট্রাটেজি এমনভাবে তৈরি করেছে যেন আমাদের লম্বা সময় ধরে বুস্টিং করতে হয়। তাই ৫/৭ ডলারের বাজেটের বুস্টিং এ তেমন একটা সেল আসে না।
অডিয়েন্সকে কোথায় নিয়ে গেলে ভাল সেল আসবে?
আপনার যদি কোন ওয়েবসাইট থাকে যেখান থেকে সরাসরি অর্ডার করা যায় তাহলে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যেতে পারেন। আর আপনার ওয়েবসাইট যদি খুব বেশি রিচ না হয় তবে আপনার হোয়াটসঅ্যাপের বিজনেস একাউন্টে নিয়ে যেতে পারেন।
কিভাবে সহজে কাস্টমারকে রিটার্গেট করা যায়?
আমার হোয়াটসঅ্যাপের বিজনেস একাউন্টে কয়েক হাজার কাস্টমারের চ্যাটিং হিস্ট্র্র রয়েছে। তারা বিভিন্ন সময়ে আমার ফেইসবুক মার্কেটিং থেকে আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে। তারা অধিকাংশই প্রথমে আমার সাথে যোগাযোগ করে তারপর আর সার্ভিস নেয়ার জন্য তেমন রেসপন্স করে নি। আমি তাদের কারও ডাটাই হিস্ট্র থেকে ডিলিট করি নি। বরং কিছুদিন পর পর তাদের সাথে যোগাযোগ রাখি। এতে কাস্টমারের সাথে একটি ভাল সম্পর্ক তৈরি হয়। এবং পরবর্তীতে তারা আমার সার্ভিস নিয়ে থাকে। তাই এরকম কিছু রিটার্গেটিং অডিয়েন্স এককালীন সংগ্রহ করে রাখলে আজীবন তাদের কাছে সেল করার একটা পরিকল্পনা করতে পারেন। কোন ওয়েবসাইট কিংবা বড় ধরনের কোন একট্রা খরচ ছাড়া এই কাজ করতে পারেন।
ভিডিও মার্কেটং কি বেশী অডিয়েন্স রিচ করে?
হ্যা একথা সত্য যে , ভিডিও মার্কেটিং বেশী রিচ এনে দেয়। তাই আপনার ক্যাম্পেইনটিকে একটি ভিডিওতে সহজে কিভাবে উপস্থাপন করা যায় সে পরিকল্পনা করা যেতে পারে।
সার কথা – কখনোই বড় কোন প্রজেক্টকে ফাস্ট সেল টার্গেট করা উচিত না। প্রথমে ছোট্ট কোন প্রজেক্টে যা কম রেটে এবং ভাল সেল দেয়া সম্ভব এবং মানুষের আগ্রহ রয়েছে এমন একটি প্রডাক্টকে চোজ করা উচিত। এতে অধিক কাস্টমারের ডাটা সংগ্রহে রাখা যাবে। পরবর্তীতে তাদের কাছে আপনার অন্য সার্ভিস বা প্রডাক্টও সেল করতে পারবেন। তাই আপনার কাস্টমারের ডাটা বেশি কিভাবে সহজে সংগ্রহ করা সম্ভব সেভাবে পরিকল্পনা করে মার্কেটিং প্লান করুন।